বাগেরহাটের শরণখোলা উপজেলায় ট্রলির ধাক্কায় সিফাত হোসেন (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সিফাত উপজেলার উত্তর সোনাতলা গ্রামের সৌদি প্রবাসি সোহাগ চৌকিদারের ছেলে।
সোমবার (২১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রলি চালক হাসান খানকে (২০) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানায়, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সিফাত হোসেন প্রাইভেট শেষে সাইকেল চালিয়ে রায়েন্দা বাজারের বাসায় ফেরার সময় বিপরিত দিক থেকে শ্যালো ইঞ্জিন
চালিত একটি ট্রলি বেপরোয়া গতিতে এসে সিফাতকে ধাক্কা দেয়।
এতে সিফাতের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা সাথে সাথে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। ট্রলি চালক হাসান খানকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :