শরনখোলার মেধাবী ছাত্র রাসেল বাচতে চায়


সাব্বির হোসেন, শরনখোলা (বাগেরহাট) প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২১, ৭:৪৫ পূর্বাহ্ন / ১৩৫
শরনখোলার মেধাবী ছাত্র রাসেল বাচতে চায়

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা রাজৈর ফাজিল ডিগ্রি মাদরাসার মেধাবী শিক্ষার্থী মোঃ রাসেল বাল্ব শুকানোর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। হতদরিদ্র ঘরে জন্ম নেয়া রাসেল জানেনা তার কি রোগ হয়েছে।

মোঃ রাসেল ১ নং ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের দিনমজুর মোঃ ইউনুচ এর পুত্র। রাসেল অসুস্থ হয়ে পড়লে বাবার যে টুকু জমিজমা ছিল তা বিক্রি করে চিকিৎসা করেছেন। পরে অনেক পরীক্ষা  নিরীক্ষা করার পর তার পরিবার জানতে পারে তার বাল্ব শুকিয়ে গেছে। বর্তমানে সে হৃদরোগ জাতীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডাক্তার জানিয়েছেন, তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা লাগবে। হতদরিদ্র পিতার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব নয়।

ইয়ানুচ আলি কান্না জড়িত কন্ঠে জানান, আমার ফুলের মতো মেধাবী সন্তানটিকে বাঁচাতে পারবো না। হতদরিদ্র অসহায় মানুষ হয়ে কিভাবে এতো টাকা যোগাড় করবো। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। মেধাবী ছাত্র রাসেলকে সাহায্য করতে ইসলামি ব্যাংক, শরণখোলা শাখা, হিসাব নম্বর 20507776803269811 এবং বিকাশ নম্বর- 01913014175 তে যোগাযোগ ও আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।

সেই সাথে তিনি তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।