বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় দরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আ ন ম ফয়জুল হক।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে গৃহহীনদের জন্য নির্মিত আবাসন প্রকল্প পরিদর্শণ করেন।
তিনি এ সময় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ও ধানসাগর ইউপি সদস্য তালুকদার হুমায়ূন করীম সুমনসহ অন্যন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :