শরনখোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


সাব্বির হোসেন, শরনখোলা (বাগেরহাট) প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২০, ১:২৪ অপরাহ্ন / ১৭৬
শরনখোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ ১৪ই ডিসেম্বর (সোমবার) শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকাল  ৯ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ  ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শরণখোলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক সরদার মোস্তফা শাহিন, বীর মুক্তিযোদ্ধা এম আফজাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আজমল হোসেন মুক্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামীলীগ নেতা এম আর জামিল হোসাইন, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সেচছাসেবক লীগ নেতা ইব্রাহীম আকন্দ সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম জীবন প্রমুখ।