আজ ১৮ই ডিসেম্বর (শুক্রবার) বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় হানাদারমুক্ত দিবস।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরেও এখানে যুদ্ধ চলে আরও দুদিন। টানা ৫ দিন যুদ্ধ চলার পর পালিয়ে যায় রাজাকাররা। শেষ যুদ্ধে শহীদ হন ৫ জন বীর যোদ্ধা।তাদের ৪ জনের কবরই উপজেলার রায়েন্দা বাজারে।
শরণখোলা প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস।শহীদদের স্বরণে পালন করা হয় নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বিজয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
শরণখোলা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
Leave a Reply