আজ ১৮ই ডিসেম্বর (শুক্রবার) বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় হানাদারমুক্ত দিবস।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরেও এখানে যুদ্ধ চলে আরও দুদিন। টানা ৫ দিন যুদ্ধ চলার পর পালিয়ে যায় রাজাকাররা। শেষ যুদ্ধে শহীদ হন ৫ জন বীর যোদ্ধা।তাদের ৪ জনের কবরই উপজেলার রায়েন্দা বাজারে।
শরণখোলা প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস।শহীদদের স্বরণে পালন করা হয় নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বিজয় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
শরণখোলা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
আপনার মতামত লিখুন :