প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীণ রোগীদের সাথে গোলাপ ফুলের শুভেচ্ছা বিনিময় ও ফল-ফলাদি উপহার প্রদানের মাধ্যমে দিবসটি পালন করবে পিবিআরবি।
ভালোবাসা এক পবিত্র ও স্বর্গীয় অনুভূতি যার উৎপত্তি মনের গহীন থেকে এবং এর ব্যাপ্তিও অনেক, সীমান্ত থেকে সীমান্ত পেরিয়ে, দিগন্ত থেকে আকাশচুম্বী। যেমনটি আমরা দেখতে পাই মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা, ভাইবোনদের প্রতি পারস্পরিক ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, আত্মীয়ের প্রতি ভালোবাসা, দরিদ্রের প্রতি ধনীর ভালোবাসা, ভৃত্যের প্রতি মনিবের ভালোবাসা যেন এক ঐশী সূধা, এই ভালোবাসাকে সাধারণ কোনো কথা দিয়ে সংজ্ঞায়িত যেমন করা যাবে না ঠিক তেমনি এর ব্যপ্তিও বোঝানো যাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা সিভিল সার্জন। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ।
সভাপতিত্ব করেন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা সভাপতি অ্যাড. মাসুদুর রহমান।
আপনার মতামত লিখুন :