শীতবস্ত্র বিতরণ করলো চাটখিল উপজেলা প্রেসক্লাব


সংবাদদাতা, নোয়াখালী প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২১, ৮:২৮ পূর্বাহ্ন / ৩৪৭
শীতবস্ত্র বিতরণ করলো চাটখিল উপজেলা প্রেসক্লাব

শীতার্থদের মাঝে শীত নিবারনের জন্য ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন চাটখিল উপজেলা প্রেসক্লাব।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্থদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।

চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের আজিজ সুপার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরন করেছেন।

প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্ব সাধারন সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় কম্বল বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জহির আব্বাস চৌধুরী ভিপি মিলন, নজরুল দেওয়ান।

উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ সভাপতি ইয়াছিন চৌধুরী, আনিস আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান সহ সদস্যবৃন্দ।