শীতের রাতে বেদেপল্লীতে রংপুর ডিসি


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন / ২৭২
শীতের রাতে বেদেপল্লীতে রংপুর ডিসি

শীতের রাতে রংপুরের বেদেপল্লীর বাসিন্দাদের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে রংপুর নগরের দমদমায় বেদেপল্লীতে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বেদে পল্লীর বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন। এসময় রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

এসময় বেদেপল্লীর এক বাসিন্দা বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন ডিসি স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় জন্য ডিসি স্যারকে ধন্যবাদ।

জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, শীতার্ত মানুষের পাশে রয়েছে রংপুর জেলা প্রশাসন। শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রংপুর জেলার জন্য বরাদ্দকৃত ৫১ হাজার ৬শত কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ শীতার্তদের পাশে থাকার জন্যই জেলা প্রশাসনের আজকের এই প্রয়াস।