শৈত্যপ্রবাহে কাপছে উত্তরের জনপদ নীলফামারী


সংবাদদাতা, নীলফামারী প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২১, ৮:৩৪ পূর্বাহ্ন / ১৪৫
শৈত্যপ্রবাহে কাপছে উত্তরের জনপদ নীলফামারী

হাড় কাপানো শীত ও তীব্র শৈত্য প্রবাহে কাপছে উত্তরের জনপদ নীলফামারী। নীলফামারীতে কয়েকদিন ধরে সুর্যের দেখা মিলছেনা। দেখা দিলেও নেই সৃর্যের সেই তীব্র রোদ। আর ঘনকুয়াশার কারনে যানবাহনগুলোকেও বেগ পেতে হচেছ। দুপুর বেলায়ও যানবাহন গুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচেছ।

জেলার র্বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, দুপুরেও গ্রামের মানুষেরা খড়কুটো দিয়ে আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।

রামনগর বাজারের ব্যবসায়ী জয়দেব রায় বলেন, শীতের কারনে ব্যবসা তেমন চলছে না। তীব্র ঠান্ডার কারনে তারা দোকানও খুলতে পারছে না।

টুপামারী ইউনিয়ন চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, এবছর নীলফামারীতে প্রচুর শীত পড়ছে। ইউনিয়নে অনেক মানুষকে কম্বল দেয়া হয়েছে।

আওয়ামীলীগ নীলফামারী সদর উপজেলা সাধারন সম্পাদক ওয়াদুত রহমান বলেন, মুজিব বর্ষে দেশের কোন মানুষ শীতে কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড় পর্যায়ে শীতবস্ত্র বিতরন করে যাচ্ছি।