শৈলকুপায় শিক্ষার্থীর আত্মহত্যা
মোঃ আতিকুর রহমান (রাদ্) ঝিনাইদহ
প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২০, ৩:১৭ অপরাহ্ন /
১৩৬
ঝিনাইদহ জেলার শৈলকুপায় আঁখি খাতুন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার বাদালশো গ্রামে এঘটনা ঘটে। সে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। নিহত শিক্ষার্থী ছোটবেলা থেকেই বাদালশো গ্রামে নানা বাড়িতে থাকতো। সে ওই গ্রামের আজম সর্দারের নাতনী।
পারিবারিক সুত্রে জানা যায়, আঁখি নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ৩ বছর বয়স থেকেই সে নানা বাড়িতে বসবাস করছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সে কাউকে কিছু না জানিয়ে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মামি জলি খাতুন জানান, দুপুর ১টার দিকে আঁখির শরীর খারাপ লাগছে বলে জানায়। পরে ঘরে শোবার কথা বলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে আমরা কিছুই জানিনা।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।লাশ ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।
আপনার মতামত লিখুন :