শৈলকুপায় ধানের শীষ প্রার্থী খলিলুর, নৌকার কাজী আশরাফুল


মোঃ আতিকুর রহমান, ঝিনাইদহ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২০, ৮:৫৫ পূর্বাহ্ন / ১৪০
শৈলকুপায় ধানের শীষ প্রার্থী খলিলুর, নৌকার কাজী আশরাফুল
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী কাজী আশরাফুল আজম এবং বিএনপির প্রার্থী খলিলুর রহমান। ৫ম বারের মতো নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন দুই প্রার্থী।
শৈলকুপা পৌরসভা গঠনের পর ১৯৯৩ সালে প্রথম নির্বাচনে খলিলুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। ১২ বছর পর ২০০৪ সালে আবারও মেয়র নির্বাচিত হন খলিলুর রহমান। তিনি ২ বার নির্বাচিত হয়ে প্রায় ১৮ বছর পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে কাজী আশরাফুল আজম পরপর দুইবার মেয়র নির্বাচিত হন। পৌরসভা গঠনের আগে কাজী আশরাফুল আজম ৪ নং শৈলকুপা ইউনিয়নের পরপর দুইবার চেয়ারম্যান ছিলেন।