ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় লিয়াকত আলী বল্টু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় বাপ্পী নামে একজনকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ।
নিহত বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদি হয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে শৈলকুপা থানায় এ মামলা করেন।
পুলিশ জানায়, গত রাতে শওকত আলী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার মূল আসামি বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি হয়নি বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। এ ঘটনার কয়েক ঘন্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করে পুলিশ।
এই দু’জনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। থমথমে অবস্থায় ওই (৮নং) ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ভোট গ্রহণ স্থগিত করে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :