শৈলকুপায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
সংবাদদাতা, ঝিনাইদহ
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২১, ১২:৫৫ অপরাহ্ন /
৪৯০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষনের অভিযোগে তরিকুল জোয়ার্দ্দার (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকালে তাকে গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, অভিযুক্ত তরিকুল জোয়ার্দ্দারের সাথে নির্যাতিতা শিশুটির বাবার বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ছিল। রোববার বিকেলে তরিকুল ওই বাড়িতে যায়। সেখানে কাউকে না পেয়ে ঘরের মধ্যে শিশুটিকে ধর্ষন করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে তরিকুল পালিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার রাতে শৈলকুপা থানায় শিশুটির চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :