শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৪, ৩:২৬ অপরাহ্ন /
০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিফ-১/২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ৩৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রণোদনা কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন।
প্রসঙ্গত, তালিকাভুক্ত ৩৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামুল্যে দেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :