‘শীতের শহর’ হিসেবে পরিচিত মৌলভীবাজার শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রিতে। গত ক’দিন ধরে এখানে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
শীতের শুরু থেকে এখানে রীতিমতো বদলে গেছে প্রকৃতি। গাছের পাতায় লেগেছে হলুদের আভা। ধুসর কুয়াশায় ঢাকা চা-বাগান সকাল-সন্ধ্যা পাচ্ছে মায়াবী রুপ। এলাকার জলাশয়গুলো মুখর শীতের অতিথি পাখির কলতানে।
এদিকে শীত বাড়ার সাথে সাথে বিচিত্র হতে শুরু করেছে এখানকার প্রকৃতির রুপ। চা বাগানের সারি সারি ছায়াগাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধুসর কুয়াশার চাদরে।শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলসহ হাওর, বিল, জলাশয় ও চা বাগানের লেকগুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি।
এদিকে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি সিংহ জানান, শীত বাড়ায় শ্রীমঙ্গলে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে বৃদ্ধরা শ্বাসকস্ট রোগ নিয়ে হাসপাতালে আসছেন। এছাড়াও সর্দি, কাশিসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
আপনার মতামত লিখুন :