শ্রীমঙ্গলে বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার


আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রকাশের সময় : জুন ৬, ২০২৪, ৯:৩০ অপরাহ্ন /
শ্রীমঙ্গলে বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের কলার আড়ৎ থেকে একটি গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) সকালে সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।
 বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে কলার আড়ৎ-এ সাপ দেখে সবাই আতংকিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা বন্যপ্রাণী ফাউণ্ডেশনে খবর দিলে সজল দেব ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন এবং শ্রীমঙ্গলের বন্যপ্রাণী কার্যালয়ে সাপটি হস্তান্তর করেন। সজল দেব ধারনা করছেন, সাপটি কলা বাগান থেকে কলার ছড়িতে করে চলে এসেছে।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল হক জানান, সাপটি সুস্থ ও অক্ষত থাকায় বিকেল সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশের সব সাপের মধ্যে সবুজ রঙের এই সাপটি দেখতে অপূর্ব সুন্দর। সাপটি সাধারণত ব্যাঙ, পাখি, ইঁদুর ইত্যাদি খেয়ে জীবনধারণ করে থাকে।