শ্রীমঙ্গলে ভিটামিন এ ক্যাপসুল পেল ৩৫ হাজার শিশু


আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন /
শ্রীমঙ্গলে ভিটামিন এ ক্যাপসুল পেল ৩৫ হাজার শিশু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ৩৫ হাজার ৩০৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৭৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১ থেকে ৫ বছর বয়সী ৩১ হাজার  ৪৩১ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর টার্গেট ছিল ৩ হাজার ৯৫৬ জন এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুর টার্গেট ছিল ৩২ হাজার ১৬ জন।
সুত্র জানায়, ৩৫ হাজার শিশুকে সমগ্র উপজেলায় ২১৬ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এসময় ভলান্টিয়ার নিয়োজিত ছিল ৪৩৪ জন।
এছাড়াও স্বাস্থ্য সহকারি ৩৭ জন, স্বাস্থ্য পরিদর্শক ৩ জন, সহকারি স্বাস্হ্য পরিদর্শক ৬ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৯ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ৬ জন, পরিবার কল্যান সহকারি ৪৩ জন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নিয়োজিত ছিলেন।