মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের (২০২৪-২০২৫) প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মে) সকাল থেকে শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে অস্থায়ী চা নিলাম কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে তিনটি ব্রোকার্স কোম্পানী অংশগ্রহন করে। এগুলো হলো: শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেড, জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড ও রুপসী বাংলা টি ব্রোকার্স।
শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল আহমদ জানান, মৌসুমের প্রথম নিলামে প্রায় ৮৫ হাজার কেজি চা নিলামের জন্য উপস্থাপন করা হয়। যায় আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।
নিলাম চলাকালে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি নিলাম কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. ইসমাইল হোসেন।
আপনার মতামত লিখুন :