মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিশ্বজ্যোতি চৌধুরী (কালের কণ্ঠ) সভাপতি ও মো. ইমাম হোসেন সোহেল (যুগভেরী) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ জানুয়ারী) প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার ছিলেন উপজেলার সমাজসেবা অফিসার মো. সুহেব হোসেন চৌধুরী। প্রিসাইডিং অফিসার ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক রূপক চন্দ্র বণিক। তাদের সহায়তা করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী নার্গিস আক্তার।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন (বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি কাওছার ইকবাল (আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন (দৈনিক খোলা চিঠি), যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রকিব (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ (আলোকিত বাংলাদেশ), সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী (দিনের শেষ), সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (নিউজ টুয়েন্টি ফোর ডটকম) এবং সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহমেদ (বাংলাদেশ বেতার)।
সদস্য সৈয়দ মোহাম্মদ আলী (বাংলার দিন), সরফরাজ আলী বাবুল (প্রভাকর), আবুল সজল মো. আব্দুল হাই (সিলেটের ডাক), সনেট দেব চৌধুরী (সাপ্তাহিক চায়ের দেশ) ও আব্দুর রব (সংগ্রাম)।
আপনার মতামত লিখুন :