শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন /
০
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার স্বার্থে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৩ মে) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীমঙ্গল পৌরসভা, ফিনলে চা কোম্পানী, বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল গাইডস ও ম্যাক বাংলাদেশ এর সহযোগিতায় দিনব্যাপি এই পরিচ্ছনতা অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. দেবশ্রী দত্ত, মেডিকেল অফিসার মৌমিতা বৈদ্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, পৌর কাউন্সিলর হানিফ চৌধুরী, আব্দুল জব্বার আজাদ, আলকাছ মিয়া ও তানিয়া আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :