সিরাজগঞ্জের শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদ নেতা মানিক সরকার ও তার শ্যালক সাগর কুমার দেবকে লোহার রড ও শেলাই রেঞ্জ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মারুফ হোসেন সুনাম, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মামুন ও সবুজ ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় খানবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। এসময় মানিকের মোটরসাইকেল, মোবাইল ও টাকাও ছিনতাই করা হয়েছে।
শাহজাদপুর পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামের রতন সরকারের ছেলে মানিক সরকার পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক।
মানিক সরকারের স্বজনরা বলেন, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মানিক। সাথে অপর একটি মোটরসাইকেলে কাউন্সিলর জহরলাল হোসেনও ছিলেন। তারা পুকুরপাড় খানবাড়ি এলাকায় পৌঁছলে ১০-১২জন সন্ত্রাসী মানিকের ওপর হামলা করে। কাউন্সিলর জহরলালকে অস্ত্রের মুখে জিম্মি করে মানিক ও সাগরকে লোহার রড ও শেলাই রেঞ্জ দিয়ে বেধড়ক পেটায় তারা। তার হাত ও পা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সাগরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মারুফ হোসেন সুনাম বলেন, অভিযোগ দিতে হলে নির্দিষ্ট প্রমাণসহ দিতে হয়।
পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মামুন বলেন, মারপিটের ঘটনায় আমি জড়িত নই।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে কারা কী কারণে হামলা চালিয়েছে তা কেউ জানায়নি।
আপনার মতামত লিখুন :