সরকার হিন্দু ধর্মের কল্যানে কাজ করছে : ধর্ম প্রতিমন্ত্রী


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় : জুন ১৭, ২০২১, ১:১৮ অপরাহ্ন / ৫১৭
সরকার হিন্দু ধর্মের কল্যানে কাজ করছে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নে গুরুত্ব ভুমিকা রাখছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প। এ প্রকল্পের আওতাধীণ ছয় হাজার ৪৫০টি কেন্দ্রের নিয়োগকৃত শিক্ষকের মধ্যে ৮৪ শতাংশ নারী।

এসব কেন্দ্রে শিক্ষা গ্রহণ করছে এক লাখ ৯২ হাজার ২৫০জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে প্রকল্পটির পঞ্চম পর্যায়ের শেষ মুহুর্তে আয়োজিত ভার্চুয়াল জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি উপরোক্ত কথা গুলো বলেন।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাস।

বক্তব্য রাখেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ন চন্দ্র চন্দ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো. নুরুল ইসলাম, হিন্দু ধর্মীয়

কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্তসহ প্রমুখ।

এসময় বিভিন্ন জেলা থেকে আগত ডিসি, ইউএনও, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র মনিটরিং কমিটি সদস্য, সাংবাদিক, অভিভাবকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার হিন্দু ধর্মের কল্যানে কাজ করছে। এজন্য হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের মূলধন ২১ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটিতে উন্নীত করেছে।

বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেন, ১৮ বছর ধরে চলমান মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটিতে

কাজ করা বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দের সরকারি চাকুরির বয়স অনেক আগেই অতিক্রম করেছে।

ফলে প্রকল্পটিকে রাজস্বখাতে নেওয়ার দাবি উঠেছে।

তাদের দাবির সঙ্গে একমত পোষন করে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত।