চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজাসহ আটক এক যুবককে চারদিনের বিনাশ্রম সাজা ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রসাদ শীল (৩০) নামের ওই যুবক উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত মানিক শীলের ছেলে।
সোমবার (২৫ মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, গাঁজাসহ এক যুবককে আটক করে চারদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :