সাতকানিয়ায় গাঁজাসহ যুবক আটক: কারাদন্ড


মোঃ আবদুর রশিদ, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ১১:৩০ অপরাহ্ন /
সাতকানিয়ায় গাঁজাসহ যুবক আটক: কারাদন্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজাসহ আটক এক যুবককে চারদিনের বিনাশ্রম সাজা ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসাদ শীল (৩০) নামের ওই যুবক  উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত মানিক শীলের ছেলে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গাঁজাসহ এক যুবককে আটক করে চারদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।