সাতকানিয়ায় চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা


মিজানুর রহমান রুবেল, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জুন ১০, ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ন /
সাতকানিয়ায় চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (০৯ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযুক্ত চার প্রতিষ্ঠান হলো-সাতকানিয়া পৌর এলাকায় অবস্থিত কবির হোটেল ও জিলানী ফুডস এবং কেঁউচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার চিটাগাং বেকারি ও দয়াল বেকারি।

সরেজমিনে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে নানা খাবার। সবকিছু বিবেচনায় নিয়ে চার প্রতিষ্ঠানকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ -এর সংশ্লিষ্ট ধারামতে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। । অভিযান অব‌্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরোয়ার কামাল, আইন-শৃংখলা রক্ষায় সহায়তা করেন সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা। এছাড়া সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।