দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধনে অসামান্য অবদান রাখায় দুই ইউপি চেয়ারম্যানকে সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন।
সম্মাননা প্রাপ্ত চেয়ারম্যানদ্বয় হলেন, কেওঁচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী ও বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সম্মাননা পত্র তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আঞ্জুমান আরা, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :