সাতকানিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চাবি হস্তান্তর


সংবাদদাতা, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রকাশের সময় : জুন ২১, ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ন / ২২৮
সাতকানিয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চাবি হস্তান্তর

দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ বরাদ্ধ দেয়া হয়েছে।

রবিবার (২০ জুন) সকাল ১১টায় সারা বাংলাদেশে ২য় পর্যায়ের ঘর সমূহ ভার্চুয়ালি উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

সাতকানিয়া উপজেলায় ১ম পর্যায়ে গুচ্ছগ্রাম প্রকল্প হতে ২৫ টি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ০৫ টি সহ মোট

৩০টি, ২য় পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে ১০ টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ৫ টি সহ ১৫টি ঘরের কাজ

সম্পন্ন করে অসহায় গৃহহীনদের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি আল বশিরুল ইসলামের

সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের চাবি হস্তান্তর করেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান

এম.এ মোতালেব সিআইপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী,

মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুল হোসাইন,

উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌশুমী,

প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী।