কৃষি জমির টপ সয়েল কাটা থেকে বিরত থাকার নিমিত্তে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা, কেওঁচিয়া,
নলুয়া, কাঞ্চনা, খাগরিয়া সহ ১৭টি ইউনিয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কীকরণ নোটিশ সংবলিত ৫০টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে বিলবোর্ড গুলো স্থাপন ও কৃষি জমির উপরিভাগের মাটি তথা টপ সয়েল না কাটার জন্য সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় জনসাধারণের মাঝে সতর্কীকরণ প্রচার প্রচারণা করা হয়।
এছাড়া বিভিন্ন স্থানে কৃষি জমির টপ সয়েল কাটা থেকে বিরত থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার কঠোর নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করা হবে। কৃষির জমির টপসয়েল ও পরিবেশ রক্ষায় পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য গুরুত্বারোপসহ অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর আওতায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আপনার মতামত লিখুন :