চট্টগ্রামের সাতকানিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের সামনে হামলার শিকার হয়েছেন দৈনিক বায়েজিদ পত্রিকার সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ খোরশেদ আলম (৩৫)।
শুক্রবার (০৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ফজুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার নুরুল কবির ভেট্টা, আবছার ও তোহা মিয়া গং ও একই এলাকার জকরিয়ার সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসেন সাতকানিয়া থানার এএসআই জহির উদ্দিন। পরে ঘটনার সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে আসেন খোরশেদ আলমসহ কয়েকজন সাংবাদিক। সাংবাদিকদের দেখে নুরুল কবির ভেট্টা, মোঃ আবছার ও মোঃ তোহা মিয়াসহ কয়েকজন অশ্লীল গালিগালাজ করতে করতে তারা সাংবাদিকদের উপর হামলা করে। এসময় অন্যরা চলে যেতে সক্ষম হলেও তারা সাংবাদিক খোরশেদ আলমকে ধরে বেদম মারপিট করে এবং তার মোবাইল ও নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন সাংবাদিক খোরশেদ আলম।
সাংবাদিক মোঃ খোরশেদ আলম অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোন নীরব ভূমিকা পালন করেন। এ ঘটনায় সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এএসআই জহির উদ্দিন সাংবাদিকের উপর হামলার ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আমরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :