চট্টগ্রামের সাতকানিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুনার্মেন্ট (অনুর্ধ—১৭) ফাইনাল খেলা উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্বাবধানে ও কিশোয়ান গ্রুফের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টায় সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ০-০ গোলে শেষ হওয়ায়
সাতকানিয়া পৌরসভা একদশকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে নলুয়া ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ান হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।
বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল মো: জাকারিয়া রহমান জিকু।
পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সহকারি কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম।
সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমন আরা।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, কেন্দ্রীয় উপ-কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মামুন মাহমুদ।
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এসএম শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল।
খেলা পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব অধ্যাপক নুরুল ইসলাম, সদস্য মাষ্টার শহিদুল ইসলাম, সদস্য নুরুল হক নুরুল্লাহ, নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তছলিমা আবছার।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মামুনুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী এবং বিজীত দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :