সাতকানিয়ায় এফ রহমান সড়ক উন্নয়নে জনমনে আনন্দ


আবুল কাসেম, সাতকানিয়া ( চট্টগ্রাম) প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২১, ৫:১৯ পূর্বাহ্ন / ২৫৮
সাতকানিয়ায় এফ রহমান সড়ক উন্নয়নে জনমনে আনন্দ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এফ রহমান সড়কের কেঁওচিয়া ও ধর্মপুরের মধ্যবত্তি গড়লা খালের ব্রীজ এলাকায় মাঠি কেটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহাম্মদ। সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল।

শনিবার (৯ জানুয়ারী) উদ্বোধনের সময় সাথে ছিলেন ইউপি সদস্য কবির আহাম্মদ, আবু তালেব, বুলু আক্তার, ব্যবসায়ী আবদু রহিম, শহিদুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা বলেন, এই সড়কটি যানবাহন ও জনসাধারনের চলাচলের এককেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় সড়ক উন্নয়নে মনির আহাম্মদ চেয়ারম্যান এগিয়ে আসায় কেঁওচিয়া ও ধর্মপুরবাসীর পক্ষ থেকে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানায়।