চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়ার সোনার বাংলা ইটভাটার প্বার্শবর্তী এলাকায় ফসলি জমি থেকে টপসয়েল পাচারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি এক্সেভেটরকে ৫০ হাজার করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
সাতকানিয়া থানা পুলিশের সহযোগীতায় অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম।
আল বশিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :