সাতকানিয়ায় সততার দৃষ্টান্ত দেখাল বশর


সংবাদদাতা, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২১, ৯:০২ পূর্বাহ্ন / ২৬৭
সাতকানিয়ায় সততার দৃষ্টান্ত দেখাল বশর

সাতকানিয়ায় কুড়িয়ে পাওয়া প্রায় অর্ধ লক্ষ টাকা মালিকের কাছে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন আবুল বশর। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, ঢেমশার মৃত আলহাজ্ব ছিদ্দিক আহমদের ছেলে আবুল বশর শনিবার (২৩ জানুয়ারী) কেরানীহাট কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামায পড়ে চলে আসার সময় দেখেন রাস্তায় টাকার একটি ব্যান্ডেল পড়ে আছে। তিনি ব্যান্ডেলটি তুলে নিয়ে গুণে দেখেন প্রায় অর্ধ লক্ষ টাকা। সাথে সাথে এলাকার সবার কাছে জানিয়ে দেন- তিনি কিছু টাকা খুড়িয়ে পেয়েছেন। উপযুক্ত প্রমাণ দিয়ে যেন নিয়ে যায়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যেমেও নিজের মোবাইল নাম্বারসহ বিষয়টি শেয়ার করেন।

পরদিন (২৪ জানুয়ারী) কেরানীহাট নিউ মার্কেটের ব্যবসায়ী রহমত উল্লাহ যোগাযোগ করে জানান, টাকাগুলো তার। তার দেওয়া তথ্যের সাথে বশরের পাওয়া টাকার তথ্য যাছাইয়ে মিলেও যায়।

পরবর্তীতে সিটি সেন্টারের এমডি মোঃ শাহজাহান, কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি সেক্রেটারী মোহাম্মদ আলীসহ অন্যান্যদের উপস্থিতিতে টাকার মালিক রহমত উল্লাহর হাতে টাকাগুলো ফিরিয়ে দেওয়া হয়।

টাকা ফেরত পেয়ে উচ্চাসিত ব্যবসায়ী রহমত উল্লাহ টাকা ফেরতদাতা বশরসহ সবার কাছে কৃজ্ঞতা প্রকাশ করেন।