সাতকানিয়ায় ৯ হাজার ইয়াবা উদ্ধার : গ্রেফতার-৩


সংবাদদাতা, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২১, ২:২৯ অপরাহ্ন / ১৪৯
সাতকানিয়ায় ৯ হাজার ইয়াবা উদ্ধার : গ্রেফতার-৩

চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ছদাহা শিশুতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো হোসাইন, মো মবিন এবং নুরুল আমিন।

রবিবার (৭ ফেব্রুয়ারী) রাতে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাইক্রোবাসের ব্যাটারীর পেছনে নতুন কায়দায় ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন- মাদক পাচার চক্রটি দীর্ঘদিন করে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছে। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে পাইকারী মাদক কারবারীদের কাছে বিক্রি করতো।