চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন মনু সিকদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আগামী ২৯ জানুয়ারী পূর্ব রপকানিয়া নতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
সাতকানিয়া আলিয়া এম.ইউ. ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাফর হোছাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক থাকবেন নন্দন সোসাইটি জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী শায়েখ লোকমান হাকিম। বিশেষ আলোচক থাকবেন পূর্ব রপকানিয়া নতুন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহমুদুল ইসলাম।
প্রধান ওয়ায়েজ থাকবেন কক্সবাজার বাস টার্মিনাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল ফয়েজ আনচারী। বিশেষ ওয়ায়েজ থাকবেন সামিয়ার পাড়া খাদিজাতুল কোবরা জামে মসজিদের খতিব মীর মোয়জ্জম হোছাইন ফয়সাল।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান মেহমান থাকবেন বেসরকারী কারা পরিদর্শক মোঃ ফারুকুল ইসলাম চৌধুরী অংকুর। বিশেষ মেহমান থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন।
মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে বসার ব্যবস্থা থাকবে বলে জানিয়ে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংগঠন।
আপনার মতামত লিখুন :