সাভারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নারী কমিটি।
শুক্রবার (০৮ মার্চ) দুপুরে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক পারভিন আক্তার, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, আব্দুল কালাম, এসকে শুভ, নারী নেত্রী রাশেদা আক্তার, মরিয়ম আক্তার সাথী, আঞ্চলিক নেতা আলী আকবর।
এসময় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে ও সম্পত্তিতে নারীর সমঅধিকার ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস” নারী যৌনহয়রানি সহিংসতা নির্যাতন বন্ধ” সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন ও ইপিজেট সহ সকল কারখানায় ট্রেড ইউনিয়ন নিশ্চিতসহ বিভিন্ন দাবি জানান।
আপনার মতামত লিখুন :