সালথায় জমির জাল কাগজ তৈরির অভিযোগে আটক-৬


সংবাদদাতা, সালথা (ফরিদপুর) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ন / ৪৪৩
সালথায় জমির জাল কাগজ তৈরির অভিযোগে আটক-৬

ফরিদপুরের সালথায় জায়গা-জমির কাগজ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এই চক্রটি বিভিন্ন জায়গায় জমিজমা সংক্রান্ত জালিয়াতির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।

বুধবার (১০ ফেব্রুয়ারী) রাতে তাদের আটক করে সালথা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতুব্বর (৬৬), মো. ছালাম মাতুব্বর (৬০) মো. মিরাজ মাতুব্ব (৪০), জব্বার মাতুব্বর (৪৫), আপতার মাতুব্বর (৪০) ও বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের জয়নাল আবেদীন (৫৫)।

সালথা থানার ওসি (তদন্ত) সব্রত গোলদার বলেন, জমিজমা সংক্রান্ত একটি বিষয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল পরচা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন আটককৃতরা। জালিয়াতি ও প্রতারণার বিষয়টি ধরা পরার পর বুধবার বিকালে উপজেলা ভূমি অফিস সহকারী রবিউল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। মামলা করার পর রাতেই অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দীন বলেন, উপজেলা ভূমি অফিসের অভিযোগের ভিত্তিতে একটি প্রতারণার মামলায় ৬ জনকে আটক করা হয়েছে।