সিরাজগঞ্জে ইউএনও’র অফিস সহকারির বিরুদ্ধে মানববন্ধন


সংবাদদাতা, সিরাজগঞ্জ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন / ৪২১
সিরাজগঞ্জে ইউএনও’র অফিস সহকারির বিরুদ্ধে মানববন্ধন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক আবুল হাশেমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হামলা ও মামলার মাধ্যমে নিরীহ কৃষক-মজুরদের নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (১ ফেব্রুয়ারী) বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি আঞ্চলিক সড়কে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু আবুল হাশেম ইউএনও অফিসে চাকরির প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে একের পর এক হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে। হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ করলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায় এবং নিরীহ মানুষদের নামে একের পর এক মিথ্যা মামলা করেন।

গত ১০ জানুয়ারি তার উপস্থিতিতে গ্রামবাসীর উপর হামলা চালানো হয়। পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েও সে অধরা রয়ে গেছে।

বক্তব্য রাখেন সারা খাতুন, ইউসুফ আলী, সাদ্দাম হোসেন, হায়দার আলী ও সাইফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গ্রামের সড়ক প্রদক্ষিণ করে।