সিরাজগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক-২


সংবাদদাতা, সিরাজগঞ্জ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২১, ২:১২ অপরাহ্ন / ২৪৩
সিরাজগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক-২

সিরাজগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে র‌্যাব-১২। আটককৃতরা হলেন সদর উপজেলার দিয়ারধানগড়া গ্রামের সোহেল রানা ও লাল চাঁদ।

রবিবার (২৪ জানুয়ারী) রাতে জেলার সদর উপজেলার বগুড়া বাস্ট্যান্ডের উত্তর পাশে ভূইয়া ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি চাকু, একটি খুর, নগদ ৯ হাজার ৬০০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ ছিনতাইকারীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী-২০০৯) এর ৪/৫ ধারায় মামলা হয়েছে।

এ ধরণের ছিনতাইকারী ও মাদকবিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।