সিরিয়ার পূর্বাঞ্চলে অস্ত্রভাণ্ডার ও সামরিক অবস্থানে হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরাইল।
এতে ৭ সিরীয় ও ১৬ মিত্রযোদ্ধা নিহত হয়েছে। ২০১৮ সালের পরে সিরিয়ায় এটিই ইসরাইলের সবচেয়ে প্রাণঘাতী হামলা।
সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।
খবরে বলা হয়, ইসরাইলি বিমান বাহিনী পূর্বাঞ্চলীয় শহর দেইর আজর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমির বিস্তৃত এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮টির বেশি হামলা চালিয়েছে ইহুদী রাষ্ট্র ইসরাইল।
নিহতদের মধ্যে মিত্রযোদ্ধাদের জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি। অঞ্চলটি লেবানিজ হিজবুল্লাহ আন্দোলন ও ফাতিমিদ ব্রিগেড পরিচালনা করে। যাদের সঙ্গে ইরানপন্থী আফগান যোদ্ধারাও রয়েছে।
এ হামলায় ২৮ যোদ্ধা ও মিলিশিয়াও আহত হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক খবরে প্রকাশ।
আপনার মতামত লিখুন :