সীতাকুণ্ডে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ


সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন / ১৩৪
সীতাকুণ্ডে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর ব্যক্তিগত উদ্যোগে এক হাজার দরিদ্র মানুষকে কম্বল দিয়েছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ড এলাকার দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা আবদুল বারেক, আরশেদ মাহমুদ সোহাগ, আবু তাহের সওদাগর, ফখরুল ইসলাম চৌধুরী, মো. কামরুজ্জামান, মুন্সি কোম্পানি, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দিন জিকু, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার নজরুল, পেয়ার আহম্মদ, মো. নবী, ইউপি সদস্য মো. রাশেদ, মো. সেলিম উদ্দীন, সফিউল আলম, আওরঙ্গজেব আলম, মহিবুল হাসান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, আমজাদ হোসেন, এমদাদ, সেলিম মজিদ, মামুন, রাশেদ, তুহিন, তুষান, সাখাওয়াত, ছাত্রলীগ সভাপতি কামরুল, সেক্রেটারি আদিল, ছাত্রলীগ নেতা মামুন, তারেক, সাখাওয়াত, হাসান, সজীব, আরিফ, মুন্না, পাভেল, রানা, সাকিব, রিয়াদ, তাসিন প্রমুখ।