সীতাকুণ্ড প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন /
সীতাকুণ্ড প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম মোস্তফা আলম সরকার, চট্টগ্রাম সীতাকুণ্ড সমিতির সভাপতি নাছির উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আবেদীন আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ফোরকান আবু, এম হেদায়েত, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির ও শিক্ষক নেতা খুরশিদ আলম সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা কোন অংশে কম নয়। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকরা প্রতিটি ক্ষেত্রে নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তারা ভালো-মন্দ দুটোই জনগণের মাঝে লেখনীর মাধ্যমে তুলে ধরেন। তাই গণমাধ্যম ছাড়া দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। আমি দেখেছি সীতাকুণ্ড প্রেসক্লাবে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুবই আন্তরিক। তাদের মাঝে একটি ভাতৃত্ববোধ রয়েছে এবং সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন তারা।