সুনামগঞ্জ জেলায় রোববার (৩১ জানুয়ারি) ভোর ৬টায় কঠোর পুলিশী নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে সাতটি কার্টুনে ১২ হাজার করে ৮৪ হাজার করোনাভাইরাসের টিকা পৌঁছেছে। ভোর ৬টায় বেসরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুলিশের কঠোর নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে করে সাতটি কার্টুনে ১২ হাজার করে ৮৪ হাজার টিকা সুনামগঞ্জে পৌঁছে দিয়েছে।
সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা ইপিআই ভবন প্রাঙ্গণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিনিধি আমিনুর রহমানের কাছ থেকে করোনা টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
টিকা হস্তান্তর করার পর সেগুলো দ্রুত জেলা ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ চলছে।
জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমরা ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছি। এটা সুনামগঞ্জের জন্য সুখবর। ভ্যাকসিনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। ভ্যাকসিনগুলো ইপিআই ভবনে সংরক্ষণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :