সোনাগাজীতে ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন


সংবাদদাতা, সোনাগাজী (ফেনী) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২১, ১২:৩২ অপরাহ্ন / ৫২৩
সোনাগাজীতে ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন

ফেনীর সোনাগাজীর মুহুরী নদীতে অবৈধভাবে ভ্রাম্যমাণ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ ও সাজেদুল ইসলাম নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ড্রেজার মেশিন চালক মোহাম্মদ এয়াছিন জানান, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপনের নিয়ন্ত্রণে ড্রেজার মেশিনগুলো দিয়ে বালু তোলা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র বেশ কয়েকটি ভ্রাম্যমাণ ড্রেজার মেশিন বসিয়ে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

এ ব্যাপারে ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, ড্রেজার মেশিনগুলো আমার মালিকানাধীন, তবে এসিল্যান্ড ভুল করে ধরে ফেলছিলেন। আমার নামে বালু মহল ইজারা রয়েছে।

ফেনী জেলা প্রশাসক (ডিসি) ওয়াহিদুজজমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রশাসন নিয়মিত নজরদারি রাখছে।