নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত বিয়ার খেয়ে ৩ ব্যক্তি মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা হলেন, বাবু (৩০) মহসিন (২২) ও তোফাজ্জল (৪২)। বারবিকিউ পার্টির আয়োজনে বাজি ধরে অতিরিক্ত বিয়ার পানে তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের ১৬ জনের একটি দল বারবিকিউ পার্টির আয়োজন করে। সেখানে তারা বিয়ার পান করা নিয়ে পরস্পর বাজি ধরে। এতে প্রত্যেকে ১০-১২টি বিয়ার পান করে বলে পার্টিতে উপস্থিত সদস্যরা জানায়। এরপর তাদের মধ্যে ১২ জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবু, তোফাজ্জল ও মহসিনের মৃত্য হয়।
এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ ঝাউচরের কামালের ছেলে জিসান আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা আইসিইউতে চিকিৎসাধীন।
এদিকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে হৃদয়, রাহিম, সারোয়ারসহ পাঁচজন।
সোনারগাঁ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাতে পারব।
আপনার মতামত লিখুন :