স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিল অস্ট্রিয়া


আন্তর্জাতিক ডেস্ক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২০, ৯:১০ পূর্বাহ্ন / ২৫১
স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিল অস্ট্রিয়া
যুগান্তকারী সিদ্ধান্ত নিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। প্রাথমিক স্কুলে ছাত্রীদের ওপর স্কার্ফ পরার ওপর যে নিষিধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বাতিল করেছে দেশটির আদালত। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত আইনটি বাতিল করে। ১০ বছরের নিচে মেয়েদের ওপর স্কার্ফ পরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর বিবিসির।
আদালত জানায়, ইসলামি পোশাককে লক্ষ্য করে এবং ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে এ নিষেধাজ্ঞা জারি ছিল।তুরস্কের ডেইলি সাবাহ জানায়, অস্ট্রিয়ার পূর্ববর্তী জোট সরকার ২০১৯ সালের মে মাসে এ আইন করেছিল।

দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পিপলস পার্টি। তবে দুর্নীতির দায়ে কয়েকদিন পরেই পদত্যাগ করে ওই সরকার। সরকারের ভাষ্য ছিল, রাজনৈতিক ইসলাম থেকে মেয়েদের সুরক্ষার জন্য এ আইন করা হয়েছিল। তবে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে আবার ক্ষমতায় আসা পিপলস পার্টি এ নিষেধাজ্ঞা ১৪ বছরের নিচের বয়সী মেয়েদের পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। পরবর্তীতে আদালতে সেই আইনের চ্যালেঞ্জ জানায় দুই শিশু এবং তাদের বাবা-মা। যাতে আইনটি তুলে নেওয়ার রায় দিল আদালত।

এদিকে অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলামিক ফেইথ কমিউনিটি আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।