শরীয়তপুরের নড়িয়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য লিটন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২৪ মার্চ বিদ্যালয় ছুটির পরে ওই শিক্ষার্থীকে লাইব্রেরিতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য লিটন লস্কর এবং খণ্ডকালীন শিক্ষক সঞ্জয় মজুমদার। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. গনি ও অন্যান্য শিক্ষকরা বিষয়টি কাউকে না জানাতে ওই শিক্ষার্থীকে হুমকি দেয়।
এদিকে ওই শিক্ষার্থী তার মায়ের কাছে বিষয়টি জানায়। ওইদিনই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর মা বলেন, লিটন লস্কর ও সঞ্জয় স্যারসহ অন্যান্য শিক্ষকরা আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করে আসছিল। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. গনির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ছুটিতে, এই বিষয়ে আমি কিছুই জানি না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার দেওয়ান বলেন, এই ধরনের অন্যায়ে জড়িতদের কঠিন বিচার করা হোক এটাই আমি চাই।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিতু জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
নড়িয়া থানার ওসি বলেন, মেয়েটির মায়ের লিখিত অভিযোগে লিটন লস্করকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :