জানা যায়, বুধবার (১৬ নভেম্বর) অভিনেতা ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন জানা যায়, তার মেয়েও ভাইরাসটিতে আক্রান্ত, কিন্তু তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে বর্ষীয়ান এই অভিনেতা আক্রান্ত হওয়ার পর পাশে থেকে নিয়মিত তার সেবা করছেন স্ত্রী ফারহানা ফারুক। তবে শুরুতে মেয়েসহ ফারুক আক্রান্ত হলেও ফারহানার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ৩ ডিসেম্বর তার রিপোর্টও পজিটিভ আসে। পরে দু’জনই একসঙ্গে ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে।
শারীরিকভাবে সুস্থ থাকায় কয়েকদিন চিকিৎসা নিয়েই সস্ত্রীক হাসপাতাল থেকে বাসায় ফেরেন ফারুক। এরপর বাসায় তারা আইসোলেশনে ছিলেন এবং করোনা থেকে মুক্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন :