স্মার্ট সড়ক ব্যবস্থায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান


রংপুর প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ৮:৫৪ পূর্বাহ্ন /
স্মার্ট সড়ক ব্যবস্থায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

বিআরটিএ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, স্মার্ট সড়ক ব্যবস্থায় সবাইকে দায়িত্তশীল ও ঐক্যবদ্ধ হতে হবে। এতে সড়কে যেমন ফিরবে শৃঙ্খলা, তেমনি কমবে দূর্ঘটনাসহ প্রাণহানী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মপরিকল্পনাসহ বিআরটিএ কর্তৃক ঈদের পূর্ব প্রস্তুতি, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেন্স ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত গনশুনানির আয়োজন করে।

সড়ক পরিবহন ও রংপুর সড়ক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের যুগ্ম সচিব মাহবুবের রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া, রেঞ্জ পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ আরো অনেকেই।

গনশুনানিতে জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সুশিল সামাজের প্রতিনিধিরা অংশ নেয়। গনশুনানিতে রংপুর বিআরটিএ এর অনিয়ম, মহাসড়কের বাক সোজাকরনসহ স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধান তাৎক্ষনিকভাবে দেয়া হয়।