সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী আশা চৌধুরী


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন / ৩১৬
সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী আশা চৌধুরী

টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী আর নেই। সোমবার (৪ জানুয়ারী) এক সড়ক দুর্ঘটনায়  মারা গেছেন।

শুটিং থেকে বাসায় ফেরার পথে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় মধ্যরাতে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

নাট্যনির্মাতা রোমান রুনি গণমাধ্যমকে জানান, সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশা চৌধুরীর মৃত্যু হয়েছে।নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।

জানা যায়, সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।