চট্টগ্রামের মিরসরাই থেকে হত্যা, অস্ত্র, মাদক এবং ডাকাতিসহ ১০ মামলার আসামি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার আব্দুল হান্নান লিটনকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত আব্দুল হান্নান লিটন ফেনীর সদর থানার ফাজিলপুর এলাকার আব্দুল হাই প্রকাশ জাহাঙ্গীরের ছেলে।
সোমবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টায় দিকে উপজেলার মিঠাছড়া বাজার এলাকাথেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, সংঘবদ্ধ অপরাধচক্রের মূলহোতা আব্দুল হান্নান মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ২টায় অভিযান চালিয়ে আব্দুল হান্নান লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নগদ ১১ হাজার ৪০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লিটনের বিরুদ্ধে ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদকসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :